অতি লোভে তাঁতি নষ্ট

এক নদীর পাশের ছিলো ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করতো এক জেলে। প্রতিদিনের মতো সেদিনও জেলেটি মাছ ধরতে গেলো। কিন্তু সেইদিন তার জালে ধরা পড়লো সুন্দর এক জাদুকরী মাছ।

মাছটি জেলেকে বললো, “তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমার সব ইচ্ছাপূরণ করবো।”

জেলে মাছটিকে ছেড়ে দিলো এবং খুশি মনে বাসা ফিরে গেলো। স্ত্রীকে পুরো ব্যাপারটা খুলে বললো জেলে।

স্ত্রী তাকে বললো, “আমাকে একটি বড় রাজপ্রাসাদের রাণী বানিয়ে দিতে বলো জাদুকরী মাছকে।”

জেলে নদীর ধারে গেলো এবং জাদুকরী মাছকে ডেকে তার স্ত্রীর ইচ্ছাটা বললো। চোখের নিমিষে তার স্ত্রীর ইচ্ছাপূরণ হয়ে গেলো।

বাসায় ফিরে জেলে দেখলো তার ছোট্ট কুঁড়ে ঘর একটি বড় প্রাসাদে পরিণত হয়েছে। পুরো প্রাসাদ জুড়ে দাসদাসী এবং বড় বড় আসবাবপত্র এবং তার স্ত্রী সেই প্রাসাদের রাণী হিসেবে রাজত্ব করছে।

জেলেকে দেখে তার স্ত্রী একদমই চিনতে পারলো না এবং জেলেকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার আদেশ দিলো। এমন অপ্রত্যাশিত ঘটনায় খুব কষ্ট পেলো জেলে।

সে আবার জাদুকরী মাছের কাছে গেলো এবং কাঁদতে কাঁদতে বললো, “আমার ছোট্ট কুঁড়ে ঘর এবং আমার স্ত্রীকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দাও।”

জেলের ইচ্ছাপূরণ হলো এবং ছোট্ট কুঁড়ে ঘরে স্ত্রীকে নিয়ে সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।

শিক্ষা: লোভে পাপ