এক শহরে রহিম সাহেব তার স্ত্রী দোলা ও দুই সন্তান নিয়ে থাকতেন। রহিম সাহেব ও দোলা দুইজনেই চাকরি করতেন। বাচ্চাদের বাসায় রেখে অফিসে যেতেন তারা।
একদিন দুপুরে প্রতিবেশী কামাল সাহেবের ছেলে তাদের বাসার সামনে খেলছিলো। দেখলো, এক চোর রহিম সাহেবের বাসায় চুরি করতে ঢুকছে।
কামাল সাহেবের ছেলে দ্রুত কামাল সাহেবকে ঘটনাটি জানালো। কামাল সাহেব প্রথমে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে খবর দিলেন।
এরপর তিনি রহিম সাহেবকে ফোন করে সব ঘটনা জানালেন এবং দ্রুত বাসায় আসতে বললেন।
রহিম সাহেব বললেন, “কামাল ভাই, বাসায় বাচ্চারা একা আছে। আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে।”
কামাল সাহেব বললেন, “আপনি দুশ্চিন্তা করবেন না, ভাই। আমি দেখছি।” রহিম সাহেবের বাসা বাহির থেকে লাগিয়ে দিলেন কামাল সাহেব যেনো চোর বাসা থেকে বের হতে না পারে।
দ্রুত পুলিশ এসে রহিম সাহেবের বাসা থেকে চোরকে ধরে নিয়ে গেলো।
রহিম সাহেব ও দোলা বাসায় এসে বাচ্চাদের অক্ষত অবস্থায় দেখে বেশ খুশি হলেন। তারা কামাল সাহেব ও তার ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
শিক্ষা: অন্যকে সাহায্য করতে হয়