অবাধ্য মুরগীর বাচ্চা

একদিন এক মা মুরগী তার বাচ্চাদের ডেকে বললো, “তোমরা এখন বড় হয়েছো। আজ থেকে তোমরা নিজে নিজে খাবার খেতে শুরু করবে।”

মা মুরগী আরো বললো, “কোন শস্যদানা খাওয়ার আগে একটি বিষয় অবশ্যই মনে রাখবে, শস্যদানার গুঁড়া সবসময় এড়িয়ে চলবে। কখনোই খাবে না।”

মুরগী বাচ্চারা মনোযোগ দিয়ে মায়ের কথা শুনলো এবং বললো, “ঠিক আছে, মা। আমরা সবসময় এই কথাটা মনে রাখবো।”

মুরগীর একটি দুষ্টু বাচ্চা ছিলো। সে খেলাধুলায় এতই ব্যস্ত ছিলো যে, মায়ের কোনো কথায় শুনলো না।

একদিন খাবার খুঁজতে খুঁজতে দুষ্টু বাচ্চাটি এক বাটি শস্যদানার গুঁড়া দেখতে পেলো। খুশি মনে শস্যদানার গুঁড়া খেতে গেলো সে।

কিন্তু একবার খেতেই গুঁড়াগুলো তার গলায় আটকে গেলো। কাঁদতে কাঁদতে সে মায়ের কাছে গেলো।

মা তাকে পানি খেতে দিলো। পানি খেয়ে দুষ্টু বাচ্চাটি আরাম পেলো।

এরপর মা মুরগী তাকে বললো, “আমি না তোমাদের শস্যদানার গুঁড়া খেতে মানা করেছিলাম?”

দুষ্টু বাচ্চাটি বললো, “আমার ভুল হয়েছে, মা। আর কখনো এমন হবেনা। আজ থেকে আমি সবসময় তোমার কথা মেনে চলবো।”

শিক্ষা: সবসময় বড়দের কথা শুনতে হয়