অলস রাজকুমারদের গল্প

একদা এক রাজা ছিলেন। তার ৩ পুত্র ছিলো। কিন্তু রাজপুত্ররা বেশ অলস ছিলো। তাই রাজা একদিন তাদের ডাকলেন এবং তাদের ৩ জনকে তিনটি থলি দিলেন।

রাজা রাজকুমারদের বললেন, “তোমাদের সকলকে একটি করে থলি দেওয়া হয়েছে। টাকা দিয়ে সবার প্রথমে যে থলিটি ভর্তি করবে, তাকে আমি রাজা ঘোষণা করবো।”

কিন্তু রাজকুমাররা এতই অলস ছিলো যে তারা কেউই থলিটি টাকা দিয়ে ভর্তি করার আগ্রহ  দেখালো না।

বড় রাজকুমার থলিটি খাটের নিচে রেখে ভুলে গেলো। মেজো রাজকুমার থলিটি ফায়ার প্লেস-এর কাছে রেখে নিশ্চিন্তে আগুন পোহাতে লাগলো।

আর ছোট রাজকুমার টাকার থলিটি তার এক দাসকে দিয়ে বললো, “এইটা ভর্তি করে নিয়ে এসো।”

কিছুদিন পরে রাজা আবার রাজকুমারদের ডাকলেন। তিনি দেখতে চাইলেন, কে থলিটি কতটুকু ভর্তি করেছে।

রাজা মশাই দেখলেন, তাঁর পুত্রদের কেউই থলিতে একটি টাকাও ভর্তি করেনি কিন্তু ছোট রাজকুমারের দাস থলিটি ভর্তি করে ফেলেছে।

তাই তিনি ছোট রাজকুমারের দাসকে রাজা বানানোর সিদ্ধান্ত নিলেন এবং রাজপুত্রদের রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন।

শিক্ষা: অলসতা করলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায়