অসুস্থতা লজ্জার বিষয় নয়

ক্লাসের ফার্স্ট বয় রবিন। শুধু লেখাপড়ায় নয়, সবকিছুতে পারদর্শী সে। কিন্তু ইদানীং তার একটু সমস্যা হচ্ছে।

দূরের কোনো কিছু দেখতে পাচ্ছে না সে। নিজের দুর্বলতার কথা কাউকে বলা ঠিক না ভেবে ইতিমধ্যে রবিন কষ্ট করে বোর্ডের লেখাগুলো পড়তো।

এতে তার চোখের আরো ক্ষতি হতে লাগলো। ইদানীং সে একেবারেই বোর্ডের লেখা দেখতে পায় না। একদিন চিত্রাঙ্কন ক্লাসে শিক্ষক বোর্ডে কিছু ছবি আঁকলেন।

শিক্ষক বললেন, “বাচ্চারা, বোর্ডে আমি যেই যেই জিনিসগুলো নাম লিখেছি, তোমরা সেগুলো এঁকে আমার কাছে নিয়ে আসো।”

যেহেতু রবিন বোর্ডের কোনো লেখাই দেখতে পাচ্ছিলো না তাই সে কিছুই আঁকলো না। ফাঁকা খাতা জমা দিলো।

শিক্ষক রবিনকে জিজ্ঞেস করলেন, “রবিন, তুমি কি বোর্ডের লেখা দেখতে পাও না?”

না-সূচক উত্তর দিলো রবিন। শিক্ষক দ্রুত রবিনের বাবা-মাকে ডাকলেন এবং রবিনকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে বললেন।

ডাক্তার রবিনকে একটি মোটা চশমা দিলেন এবং বললেন, “রবিন, তুমি যদি আরো আগে আমার কাছে আসতে তাহলে তোমার এত মোটা চশমা লাগত না।”

ডাক্তার তাকে আরো বললেন, “আমাদের সবারই কিছু না কিছু দুর্বলতা বা অসুস্থতা থাকে, রবিন। সেগুলো মেনে নিয়ে আমাদের জীবনে এগিয়ে যাওয়া উচিত।”

চশমা পরে রবিন আবার সবকিছু স্পষ্ট দেখতে শুরু করলো এবং আগের মতো ভালো রেজাল্ট করতে লাগলো।

শিক্ষা: আমাদের নিজের দুর্বলতাকে গ্রহণ করা উচিত