একদা এক লোক আইসক্রিম কার্ট নিয়ে আইসক্রিম বিক্রি করছিলো। আশেপাশের সব বাচ্চারা তার কাছ থেকে আইসক্রিম কিনে মজা করে খাচ্ছিলো।
দূরে দাঁড়িয়ে এক গরীব মেয়ে অন্য বাচ্চাদের আইসক্রিম খাওয়া দেখছিলো। টাকার অভাবে আইসক্রিম কিনে খেতে পারছে না বলে মেয়েটির খুব মন খারাপ হচ্ছিলো।
আইসক্রিমওয়ালা সেইটা বুঝতে পারলো এবং মেয়েটিকে নিজের কাছে ডাকলো।
বললো, “আমি তোমাকে এমন একটা আইসক্রিম কার্ট দিবো যেখান থেকে তুমি যেকোনো সময় আইসক্রিম খেতে পারবে।”
আইসক্রিমওয়ালা আরো বললো, “কিন্তু মনে রাখবে, আইসক্রিমের পাত্রটি ভর্তি হয়ে হওয়ার আগেই ‘বন্ধ’ বলে আইসক্রিম উৎপাদন বন্ধ করতে হবে।”
মেয়েটি বললো, “ঠিক আছে।” জাদুর আইসক্রিম কার্ট পেয়ে বেশ খুশি হলো মেয়েটি।
সে তার মায়ের সাথে প্রতিদিন মন ভরে আইসক্রিম খেতো এবং নিয়ম মেনে পাত্রটি ভর্তি হওয়ার আগেই আইসক্রিম উৎপাদন বন্ধ করে দিতো।
একদিন মেয়েটির লোভ হলো। সে ভাবলো, এই আনলিমিটেড আইসক্রিম বিক্রি করে আমি অনেক টাকা আয় করতে পারবো।
মেয়েটি আইসক্রিম বিক্রি করতে লাগলো। আইসক্রিম বিক্রি করতে করতে একদিন সে আইসক্রিম উৎপাদন বন্ধ করতে ভুলে গেলো।
আইসক্রিমের পাত্রটি ভরে আইসক্রিম উপচে পড়ে যেতে লাগলো। এমন সময় মেয়েটি দ্রুত আইসক্রিম উৎপাদন বন্ধ করলো। ততক্ষণে প্রচুর আইসক্রিম নষ্ট হয়ে গেছে।
এরপর জাদুর আইসক্রিম কার্ট আর কখনো আইসক্রিম উৎপাদন করলো না।
শিক্ষা: লোভের করলে শাস্তি পেতেই হয়