আঙুরলতা ও এক হরিণ

এক বনে একদা এক হরিণ থাকতো। সে একদিন এক ব্যাধের তাড়া খেয়ে ছুটতে ছুটতে পাশের এক আঙুরের ক্ষেত পেয়ে তার মধ্যে লুকিয়ে পড়ল।

হরিণ ভাবল—লতা-পাতার আড়ালে তাকে দেখা যাচ্ছে না । ব্যাধও তাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে না। এইরকম ভেবে সে নিশ্চিন্ত মনে আঙুর লতা খেতে লাগল।

কিছুক্ষণ বাদে ব্যাধটি ঐ ক্ষেতের পাশ দিয়ে যেতে যেতে পাতা খাওয়ার শব্দ শুনে সেই দিকে তীর ছুঁড়ল। সেই তীরের ঘায়েই হরিণ মারা গেল।

মরবার সময় হরিণ আফসোস করে বলল-যারা আমায় আশ্রয় দিয়েছিল—লুকিয়ে রেখেছিল—আমি কিনা এমনই অকৃতজ্ঞ যে তাদেরই ক্ষতি করতে শুরু করেছিলাম, আর তাই তো হাতে হাতেই প্রতিফল পেয়ে গেলাম।

উপদেশ: আশ্রয়দাতার অপকার করতে গেলে নিজেরই ক্ষতি হয়।