You are currently viewing blog-single.phpআঙুর ফল টক

আঙুর ফল টক

ঝলমলে রৌদ্রজ্জ্বল এক দিনে এক শিয়াল আঙুর বাগানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলো। বাগান ভর্তি লতানো লতানো আঙুর গাছ।

গাছগুলোর উঁচু উঁচু শাখাতে বেগুনি রঙের বড় বড় পাকা আঙুর থোকা হয়ে ঝুলছে। এমন থোকা থোকা পাকা আঙুর দেখে শিয়ালটির খিদে পেয়ে গেলো।

শিয়ালটি নিজে নিজে বললো, “আঙুরগুলো কত্ত বড়, বেগুনি এবং রসালো। মনে হচ্ছে, এগুলো খেতে বেশ মিষ্টি হবে।”

লাফ দিয়ে একটি আঙুরের থোকা ধরতে চেষ্টা করলো সে কিন্তু ব্যর্থ হলো। শিয়ালটি আবারো চেষ্টা করলো, কিন্তু সফল হতে পারলো না।

সে একটু দূরে সরে গেলো যেনো দৌড়ে এসে বড় একটি লাফ দিয়ে আঙুরের থোকা ধরতে পারে। এবারো শিয়ালটি আঙুরগুলো ধরতে পারলো না।

অবশেষে, বিরক্ত হয়ে সে হাল ছেড়ে দিলো। “উম্ম, আমার মনে হচ্ছে, আঙুরগুলো মোটেই পাকা নয়, এবং টক। তাই আমার চলে যাওয়া উচিত। অযথায় নিজের সময় নষ্ট করছি।”, একথা বলে শিয়ালটি চলে গেলো।

শিক্ষা: দ্রুত হাল ছেড়ে দিলে কোনো কাজের মিষ্টতা পাওয়া যায় না