একদিন বনের সকল প্রাণী একসাথে বসে আড্ডা দিচ্ছিলো। আড্ডায় উট ব্যতিত সকলেই বেশ উৎফুল্ল ছিলো। মন খারাপ করে বসে ছিলো উট।
সবাই উটের মন খারাপের কারণ জানতে চাইলো। উট বললো, “তোমরা সবাই দেখতে কত সুন্দর! কিন্তু আমার কুঁজের জন্য আমাকে একটুও সুন্দর লাগেনা।”
একথা শুনে এক প্রাণী বললো, “তোমার কুঁজ কত উপকারী তা কী একবার ভেবে দেখেছো!! আমরা তো পানি ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারিনা। কিন্তু তোমার কুঁজ পানি ধরে রেখে দিনের পর দিন তোমাকে পানি ছাড়া বাঁচতে সাহায্য করে।”
অন্য এক প্রাণী বললো, “এই যে দেখো, জিরাফের গলা উঁচু হওয়ায় ও গাছের বড় ডাল থেকে পাতা খেতে পারে কিন্তু আমরা কী তা পারি!?”
আরেক প্রাণী বললো, “জেব্রার ডোরাকাটা দাগ কত সুন্দর তাকে লুকিয়ে থাকতে সাহায্য করে। আমরা সকলেই আমাদের মতো সুন্দর, অনন্য। তাই আমাদের নিজেকে ভালোবাসা উচিত।”
উট বেশ খুশি হলো। নিজের কুঁজ নিয়ে তার আর কোনো অভিযোগ রইলো না।
শিক্ষা: অন্যের সাথে নিজের তুলনা করতে নেই