একদা লিনা নামের এক মেয়ে ছিলো। এক দুর্ঘটনায় লিনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলো।
লিনা কিছু দেখতে পেতো না বলে তার কোনো আক্ষেপ ছিলো না। সে সবসময় হাসিখুশি থাকতো। পড়াশোনার পাশাপাশি ফুল বিক্রি করতো লিনা।
একদিন এক ছেলে লিনার কাছে ফুল কিনতে আসলো। ছেলেটির বেশ মন খারাপ মনে হচ্ছিলো।
লিনা ছেলেটির মন খারাপের কারণ জানতে চাইলো। ছেলেটি বললো, “আমি আজকে রিক্সা থেকে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি।”
একথা শুনে লিনা বললো, “মন খারাপ করোনা, বন্ধু। দেখো, আমি দেখতে পাইনা তবুও আমি কখনো মন খারাপ করিনা। সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত।”
ছেলেটি বললো, “ধন্যবাদ, লিনা। তুমি আজ আমাকে সুন্দর একটি শিক্ষা দিয়েছো। আমি পায়ে সামান্য একটু ব্যথা পেয়েছিলাম তাতেই এত মন খারাপ করা আমার উচিত হয়নি!!”
ছেলেটি আরো বললো, “আসলেই আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আমি আর কখনো মন খারাপ করবো না।”
লিনা খুশি হয়ে ছেলেটিকে একটি ফুল উপহার দিলো।
শিক্ষা: আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত