আলাদিন

একদা এক জাদুকর একটি আশ্চর্য চেরাগ সন্ধান করার জন্য আলাদিন নামের এক ছেলেকে একটি গুহায় পাঠালো।

অনেক কষ্টে আলাদিন চেরাগটি খুঁজে পেলো। চেরাগ নিয়ে সে যখন উপরে উঠে আসলো তখন জাদুকর তাকে গুহা থেকে বের করতে চাইলো না।

বললো, “আগে চেরাগটা দাও।” আলাদিন আগে চেরাগ দিতে নাকচ করলে জাদুকর চেরাগসহ তাকে গুহায় বন্দী করে দিলো।

গুহা বন্দী আলাদিন কী করবে বুঝতে না পেরে চেরাগটি ঘষছিল, এমন সময় চেরাগ থেকে এক দৈত্য বেরিয়ে আসলো।

দৈত্য বললো, “প্রভু, আমার নাম জ্বিনি। বলুন, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?”

আলাদিন বললো, “আমি এই গুহা থেকে বের হয়ে বাসায় যেতে চাই।” জ্বিনি বললো, “যথা আজ্ঞা, প্রভু।”

মুহূর্তেই আলাদিন নিজেকে তার বাসায় খুঁজে পেলো। এরপর থেকে আলাদিনের যা কিছু প্রয়োজন হতো সে জ্বিনিকে বলতো এবং জ্বিনি সাথে সাথে তা হাজির করতো।

আলাদিনের আর কোনো অভাব থাকলো না। জ্বিনিকে নিয়ে সে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন পার করতে লাগলো।

শিক্ষা: অন্যকে বোকা বানানোর চেষ্টা করলে নিজেরই ক্ষতি হয়