একদিন জরুরী দরকারের জন্য খুব সকালে উঠে গোপালের রাজদরবারে যাবার কথা। সে স্ত্রীকে বললে, সে ঘুমিয়ে পড়লে স্ত্রী যেন তাকে খুব ভোর বেলায় ডেকে দেয়।
তখনও ভোর হয়নি। স্বামীর ঘুম আগেই ভেঙ্গে গেল। সে বললে, “দেখ তো, বাইরে সূর্য উঠল কিনা আমাকে বেরুতে হবে তাড়াতাড়ি! রাজবাড়িতে ভীষণ দরকার।”
স্ত্রী বললে, “ওমা, বাইরে যে অন্ধকার। কি দেখব?”
গোপাল চেঁচিয়ে বললে, “অন্ধকারে দেখতে না পাও, আলোটা জ্বেলে নিয়ে গিয়ে দেখলেই তো পারো সূর্য উঠেছে কিনা।”