একদিন জনি নামের একটি ছোট্ট বাচ্চা ঘুমিয়ে ছিলো। তার স্বপ্নে একটি পরী আসলো। পরীটি তাকে বললো-
“তোমার খাটের নিচে একটি ইঁদুর পরিবার থাকে। আজ সেই পরিবারের মেয়ের বিয়ে। বিয়েতে তোমাকে দাওয়াত দিয়েছে। চলো, দাওয়াত খেতে যাই।”
পরী জনিকে একটি ইঁদুরে রূপান্তর করে দিলো এবং তাকে সুন্দর একটি পোশাক পরালো। জনি ছোট্ট একটি গর্তের ভেতর দিয়ে ইঁদুরের বিয়ের অনুষ্ঠানে গেলো।
ইঁদুরদের মাঝখানে বড় একটি কেক রাখা ছিলো। সবাই কেকটিকে ঘিরে নাচানাচি করছিলো। জনিও তাদের সাথে নাচানাচি করলো। বেশ ভালো সময় কাটালো তার।
ঘুম ভেঙে জনি দেখলো, সে বিছানাতে শুয়ে আছে। তার মনে পড়লো সে এতক্ষণ স্বপ্ন দেখছিলো। জনি নিজে নিজেই বলে উঠলো, “স্বপ্নটা সুন্দর ছিলো।”
শিক্ষা: প্রতিটি মুহূর্তই উপভোগ করা উচিত