ইটটি মারলে পাটকেলটি খেতে হয়

একদিন এক ব্যবসায়ী তার বন্ধুর কাছে একটি সোনার বার জমা রাখলো। বললো, “বন্ধু, আমি বিদেশ থেকে ফিরে এসে এইটা নিবো।”

ব্যবসায়ী বিদেশ থেকে ফিরে এসে বন্ধুর বাসায় গেলো এবং জমা রাখা সোনার বারটি চাইলো।

বন্ধু বললো, “ওহ হো, বন্ধু! তোমার সোনার বারটা তো ইঁদুরে খেয়ে ফেলেছে!” ব্যবসায়ী বুঝতে পারলো তার বন্ধু মিথ্যা কথা বলছে।

তাই সে বুদ্ধি করে বন্ধুকে বললো, “আমি বিদেশ থেকে তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। কালকে তোমার ছেলেকে একটু আমার বাসায় পাঠিয়ো, জিনিসগুলো নিয়ে যাবে।”

পরদিন বন্ধুর ছেলে ব্যবসায়ীর বাসায় গেলে ব্যবসায়ী তাকে বন্দী করে রাখলো। এরপর সে বন্ধুকে বললো, “বন্ধু, তোমার ছেলেকে একটি পাখি উড়িয়ে নিয়ে গেছে।”

ব্যবসায়ীর বন্ধুও ব্যবসায়ীর চালাকি বুঝতে পারলো। দুই বন্ধুর মধ্যে মারামারি শুরু হয়ে গেলো।

মারামারির খবর পেয়ে পুলিশ আসলো এবং বললো, “তোমরা এখুনি একে অপরের জিনিস ফিরিয়ে দাও। আর কথা দাও, কখনো কারো বিশ্বাস ভঙ্গ করবে না এবং মিথ্যা বলবে না।”

ব্যবসায়ী ও তার বন্ধু একে অপরের জিনিস ফিরিয়ে দিলো। সেইসাথে পুলিশকে কথা দিলো যে, তারা আর কখনো মিথ্যা বলবে না এবং কারো বিশ্বাস ভঙ্গ করবে না।

শিক্ষা: কাউকে ঠকানো উচিত নয়