একদিন এক রাজকন্যা তাঁর বাগানের জন্য অনেকগুলো ফুলের চারা নিয়ে আসলেন। চারাগুলোর মধ্যে একটি আপেল গাছের চারাও ছিলো।
আপেল চারাটিকে একটি সুন্দর টবে রাখা হলো তাই সে বেশ খুশি হলো। সেইসাথে বাগানের অন্য ফুল, বিশেষত ড্যান্ডেলিয়নকে দেখে তার খুব মায়া লাগলো।
কারণ বাচ্চারা ড্যান্ডেলিয়নের বীজ হাতের মুঠোই নিয়ে বাগানে ছিটিয়ে দিচ্ছিলো। এটা দেখে আপেল চারা ভাবছিলো, ড্যান্ডেলিয়ন খুব একটা সুন্দর ফুল না।
কয়েকদিন পরে রাজকন্যা তাঁর চারাগুলো পর্যবেক্ষণ করতে বাগানে আসলেন। দেখলেন, বাগানে সুন্দর ড্যান্ডেলিয়ন ফুটেছে।
ড্যান্ডেলিয়নের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি কিছু ড্যান্ডেলিয়ন রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং সেগুলোকেও আপেল চারার টবের মতো টবে লাগালেন।
এত সুন্দর ড্যান্ডেলিয়ন ফুলকে আপেল চারা ধিক্কার দিয়েছিলো, এইটা ভেবে বেশ লজ্জা পেলো আপেল চারা। লজ্জায় তার সব সাদা আপেল লাল হয়ে গেলো।
শিক্ষা: আমরা সবাই সুন্দর