একটি কুকুর ও একটি গাধার গল্প

একদা এক গ্রামে এক লোক বাস করতো। তার একটি গাধা ও একটি কুকুর ছিলো। গাধা সারাদিন লোকটিকে কাজে সাহায্য করতো। আর কুকুর রাতে তার বাসা পাহারা দিতো।

একদিন কুকুরটি গাধাকে বললো, “বন্ধু, একটা সাহায্য করবে?” গাধা জানতে চাইলো, কী সাহায্য। কুকুর আবার বললো-

“সারারাত বাসা পাহারা দিতে গিয়ে আমার একটুও ঘুম হয়না। খুব শরীরটা খারাপ লাগছে। আজকে কি তুমি আমার হয়ে একটু পাহারা দিবে?”

গাধা বললো, “অবশ্যই, বন্ধু। তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি।” গাধাকে ধন্যবাদ দিয়ে কুকুর ঘুমিয়ে পড়লো।

কুকুরকে ঘুমিয়ে থাকতে দেখে গভীর রাতে বাসায় একটি চোর আসলো। চোরকে দেখে গাধা “রাসভ!” “রাসভ!!” বলে চিৎকার করে উঠলো।

গাধার চিৎকারে ঘুম ভেঙে গেলো কুকুরের। কুকুরও গাধার সাথে “ঘেউ! ঘেউ!!” করে চিৎকার করতে লাগলো। চোর ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেলো।

এভাবে গাধা তার কুকুর বন্ধুকে সাহায্য করলো।

শিক্ষা: অন্যকে সাহায্য করতে হয়