একদিন এক খরগোশ এক শিয়ালকে বললো, “বনের সকলে বলে প্রাণীদের মধ্যে তুমি সবচেয়ে বেশি চালাক। কথাটা কি সত্য, শিয়াল?”
শিয়াল বললো, “খুবই দারুণ একটি প্রশ্ন করেছো। চলো দেখা যাক, আমি আসলেই কতটা চালাক।”
খরগোশ জিজ্ঞেস করলো, “কীভাবে?”
শিয়াল বললো, “আগামীকাল আমার বাসায় তোমার রাতের খাবারের দাওয়াত রইলো। খাবার টেবিলেই ফয়সালা হবে, আমি সবচেয়ে চালাক প্রাণী কিনা।”
খরগোশ বললো, “ঠিক আছে।”
পরদিন খরগোশ শিয়ালের বাসায় গিয়ে দেখলো, শিয়াল দুইজনের জন্য খাবার টেবিল রেডি করে রেখেছে। কিন্তু টেবিলে কোনো খাবার নাই।
খরগোশ বুঝতে পারলো, শিয়াল তাকে খেয়েই রাতের খাবার সারতে চাচ্ছে। তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে গেলো।
সারারাত খরগোশের জন্য অপেক্ষা করলো বোকা শিয়াল। অবশেষে সে ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়লো।
শিক্ষা: নিজের উপর ভরসা রাখলে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়