একদিন এক ক্ষুধার্ত খ্যাঁকশিয়াল খাবারের সন্ধানে রাস্তা দিয়ে যাছিলো। দেখলো, একটি লোক মাছ ভর্তি একটি ট্রাক নিয়ে যাচ্ছে।
মাছ খাওয়ার বুদ্ধি আটলো সে। রাস্তার মাঝখানে শুয়ে পড়লো খ্যাঁকশিয়াল। মাছ ভর্তি ট্রাকের ড্রাইভার খ্যাঁকশিয়ালকে সরানোর জন্য বারবার হর্ন বাজাতে লাগলো।
কিন্তু খ্যাঁকশিয়াল একইভাবে শুয়ে থাকলো। খ্যাঁকশিয়ালকে রাস্তা থেকে সরানোর জন্য ট্রাক থামালো লোকটি।
খ্যাঁকশিয়ালটিকে দেখে সে ভাবলো, “বাহ, খ্যাঁকশিয়ালটা তো ভালোই স্বাস্থ্যবান! একে বাজারে বিক্রি করলে বেশ ভালো দাম পাওয়া যাবে।”
ট্রাক ড্রাইভার খ্যাঁকশিয়ালকে ট্রাকে তুললো। গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে সব মাছ খেয়ে ফেললো খ্যাঁকশিয়াল।
গন্তব্যে পৌঁছে ট্রাক থেকে মাছ ও খ্যাঁকশিয়ালকে নামাতে গিয়ে লোকটি দেখলো, খ্যাঁকশিয়াল সব মাছ খেয়ে পালিয়ে গেছে। মাথায় হাত দিয়ে বসে পড়লো লোকটি।
শিক্ষা: কখনোই লোভ করবে না