এক খামারে একটি গাধা থাকতো। এক রাতে খামার মালিক তাকে মুক্ত করে দিলো যেনো সে ক্ষেতে ঘুরে ঘুরে খেতে পারে। ঘুরতে ঘুরতে গাধার একটি শিয়ালের সাথে বন্ধুত্ব হলো।
শিয়ালটি গাধাকে বললো, “চলো, দূরের ঐ ক্ষেতে যাই। ঐখানে অনেক খাবার আছে।”
হাঁটতে হাঁটতে গাধা শিয়াল বন্ধুকে বললো, “আমার খুব গান গাইতে মন চাচ্ছে।” শিয়াল ফিসফিস করে বললো, “তুমি কি পাগল? গান গেয়ে ক্ষেতের মালিকে জাগাবে নাকি!”
গাধা শিয়ালের কোনো কথাই শুনলো না। তার ইচ্ছেমতো জোরে জোরে গান গাইতে শুরু করলো। বিপদ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে গেলো শিয়াল।
গানের শব্দে ঘুম ভেঙে গেলো ক্ষেত মালিকের। উঠে এসে সে গাধাকে বেধড়ক পেটালো।
শিক্ষা: সবসময় ইচ্ছেমতো কাজ করতে নেই