You are currently viewing blog-single.phpএকটি চালাক খরগোশের গল্প

একটি চালাক খরগোশের গল্প

এক বনে এক সিংহ ছিলো। সে প্রতিদিন একটি করে প্রাণী শিকার করতো। সেইদিন ছিলো এক চালাক খরগোশকে শিকার করার পালা।

সিংহের কাছে আসা মাত্রই চালাক খরগোশ একটি বুদ্ধি আটলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো সে। খরগোশকে এভাবে হাঁপাতে দেখে সিংহ ভাবলো, সে দৌড়ে এসেছে।

বললো, “কী হয়েছে? তোমার বাসা তো পাশেই। হেঁটে আসলেই পারতে।”

খরগোশ বললো, “জনাব, একটু আগে আমি অন্য এক সিংহের শিকার হতে যাচ্ছিলাম। সেখান থেকে পালিয়ে এসেছি। সিংহটি নিজেকে বনের রাজা দাবি করছিলো এবং আমাকে খেতে চাচ্ছিলো। কিন্তু আমি আপনার শিকার হতে চাই তাই পালিয়ে এসেছি।”

“কার এত বড় সাহস, আমি থাকতে নিজেকে বনের রাজা বলে!? ঐ সিংহকে আমার কাছে নিয়ে এসো”, সিংহ বললো।

খরগোশ সিংহকে কুয়ার ধারে নিয়ে গেলো এবং কুয়ার দিকে দেখিয়ে বললো, “ঐ যে, সিংহটি কুয়ার ভেতরে।” সিংহ কুয়ার ভেতরে উঁকি দিলো এবং নিজের প্রতিচ্ছবি দেখতে পেলো।

বোকা সিংহটি নিজের প্রতিচ্ছবিকে অন্য একটি সিংহ ভাবলো। তাই নিজের প্রতিচ্ছবিকে আক্রমণ করতে কুয়ার মধ্যে ঝাঁপ দিলো এবং কুয়াতে ডুবে গেলো।

এভাবেই চালাক খরগোশ দুষ্ট সিংহের অত্যাচার থেকে শুধু নিজেকেই নয়, বনের সকল প্রাণীকে রক্ষা করলো।

শিক্ষা: বুদ্ধিমত্তা শারীরিক সক্ষমতার চেয়ে শক্তিশালী অস্ত্র