চিতাবাঘ ও শিয়ালের গল্প

একদা এক বনে একটি চিতাবাঘ ও একটি শিয়াল বাস করতো। তারা খুব ভালো বন্ধু ছিলো। সবসময় দুইজন একসাথে ঘুরতো। শিকারও তারা একসাথে করতো।

একদিন নদীর পাশ দিয়ে গল্প করতে করতে হেঁটে যাচ্ছিলো চিতাবাঘ ও শিয়াল। এমন সময় নদীতে নিজের প্রতিচ্ছবি দেখতে পেলো চিতাবাঘ।

বললো, “দেখো, আমি কত সুন্দর! কালো ছোপগুলো যেনো আমার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।”

একথা শুনে শিয়াল বললো, “আমার লেজটাও তো সুন্দর, সোনালী। আর… দেখো, কত লোমশ!”

কে বেশি সুন্দর এই নিয়ে ঝগড়া শুরু করলো চিতাবাঘ। শিয়াল জানতো, চিতাবাঘ তার চেয়ে বেশি সুন্দর।

তাই সে বললো, “অবশ্যই তুমি দেখতে আমার চেয়ে বেশি সুন্দর। তোমার বুদ্ধিটা যদি আমার মতো তাহলে আরো ভালো হতো।”

চিতাবাঘ বুঝতে পারলো, সে অকারণেই শিয়ালের সাথে ঝগড়া করছিলো। তাই সে শিয়ালের কাছে ক্ষমা চাইলো।

তারা আবার গল্প করতে করতে সেখান থেকে চলে গেলো।

শিক্ষা: কারো সাথে খারাপ ব্যবহার করতে নেয়