একটি জাদুর বাক্স

একদা এক ডাইনি একটি দ্বীপ দেখিয়ে এক সাহসী যোদ্ধাকে বললো, “ঐ যে দ্বীপটা দেখতে পাচ্ছো, ঐখানে একটি জাদুর বাক্স আছে।”

ডাইনি আরো বললো, “বাক্সটিতে আজ পর্যন্ত কেউ হাত দিতে পারেনি কারণ তিনটি কুকুর সবসময় সেটি পাহারা দেয়। যদি তুমি বাক্সটি আনতে পারো তাহলে তুমি অনেক লাভবান হবে।”

সাহসী যোদ্ধা সেই দ্বীপে গেলো। দেখলো একতলা বাসার সমান বড় বড় তিনটি কুকুর জাদুর বাক্সটি পাহারা দিচ্ছে।

যোদ্ধা কুকুরদের কাছে যেতেই খেয়াল করলো, তাদের চোখে অনেক একাকীত্ব। যোদ্ধাটি কুকুরদের পেট নেড়ে তাদের আদর করলো।

কুকুরদের সাথে বন্ধুত্ব হওয়ার পর সাহসী যোদ্ধা তাদের জিজ্ঞেস করলো, “তোমাদের কী হয়েছে? তোমাদের মন খারাপ কেনো?”

কুকুররা যোদ্ধাকে বলে, “এখানে কত মানুষ আসে কিন্তু কেউ আমাদের সাথে কথা বলেনা, বন্ধুত্ব করেনা। আমরা দেখতে বড়সর বলে সকলে আমাদের হিংস্র ভেবে ভয় পায়!”

যোদ্ধা বললো, “তোমরা মোটেই হিংস্র নও। তোমরা তো বেশ নিরীহ। দেখো কত সহজেই তোমরা আমার বন্ধু হয়ে গেলে!!”

সাহসী যোদ্ধার কথা শুনে কুকুরা খুব খুশি হলো এবং তাকে জাদুর বাক্সটি নিতে দিলো। যোদ্ধা জাদুর বাক্স খুলে দেখলো, সেখানে প্রচুর সোনাদানা রয়েছে।

জাদুর বাক্সের সাথে সাহসী যোদ্ধা কুকুর তিনটিকেও তার সাথে নিয়ে আসলো। কিছুদিন পরে রাজার মেয়ের সাথে যোদ্ধার বিয়ের হলো।

এরপর তিন কুকুর বন্ধু ও রাজকন্যাকে নিয়ে সাহসী যোদ্ধা সুখেশান্তিতে দিন কাটাতে লাগলো।

শিক্ষা: কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করা উচিত নয়