এক প্রচণ্ড গরমের দিনে একটি পিঁপড়ার খুব তৃষ্ণা পেয়েছিলো। তাই সে পানির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো।
হঠাৎ সে একটি ছোট্ট মেয়ের গাল বেয়ে কান্নার পানি গড়িয়ে পড়তে দেখলো। সেই পানি খেয়ে পিঁপড়া তার তৃষ্ণা মিটালো।
ছোট্ট মেয়েটিকে ধন্যবাদ দিয়ে পিঁপড়া তার কান্নার কারণ জানতে চাইলো।
মেয়েটি তাকে বললো, “একটি দৈত্য আমাকে গম, যব এবং ভুট্টা একত্রে মিশিয়ে ৩টি বস্তা ভর্তি করতে বলেছে। আগামীকালকের মধ্যে যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারি তাহলে সে আমাকে খেয়ে ফেলবে।”
একথা শুনে পিঁপড়া দ্রুত তার বন্ধুদের ডাকলো।
বন্ধুদের সাহায্য নিয়ে পিঁপড়া গম, যব ও ভুট্টা দিয়ে ৩টি বস্তা ভর্তি করে দিলো। পরেরদিন দৈত্য এসে দেখলো মেয়েটি তার সব কাজ সম্পূর্ণ করে ফেলেছে।
দৈত্য মেয়েটিকে ছেড়ে দিলো। এভাবে মেয়েটির কয়েক ফোঁটা চোখের পানি তার জীবন বাঁচালো।
শিক্ষা: আমাদের ছোট্ট সাহায্যের কারণে আমরা বড় উপকার পেতে পারি