একটি দুষ্ট সারস পাখির গল্প

একদিন এক দুষ্ট সারস পাখি এক নীল রঙের মাছ ধরলো। মাছটি বেশ ভয় পেয়ে গেলো। 

বুদ্ধিমান নীল মাছ নিজের প্রাণ বাঁচাতে সারস পাখিকে বললো, “দয়া করে, আমাকে ছেড়ে দাও। নইলে আমি তোমাকে গাছ বানিয়ে দিবো। তখন তুমি আর মাছ খেতে পারবে না।”

কিন্তু সেই কথাতে কোনো কাজ হলো না। সারস পাখি নীল মাছটিকে খাওয়ার জন্য মনঃস্থির করলো।

নীল মাছ এবার বললো, “তুমি কি জানো তোমার কণ্ঠ অনেক মিষ্টি? তোমার কণ্ঠে গান শুনতে বেশ ভালো লাগবে। একটা গান গাওনা! তাহলে পুকুরের সব মাছ তোমার গান শুনতে আসবে এবং তুমি একসাথে অনেক মাছ ধরতে পারবে।”

একথা শুনে সারস পাখি বেশ খুশি হলো। দুষ্ট সারস গান গাওয়ার জন্য যেই না মুখ খুললো, বুদ্ধিমান মাছ তার মুখ থেকে পুকুরে ঝাঁপ দিলো এবং সাঁতরে অনেক দূরে পালিয়ে গেলো। 

শিক্ষা: উপস্থিত বুদ্ধির সাহায্যে যেকোনো বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব