একটি নীল রঙা শিয়ালের গল্প

একদিন এক উৎসুক শিয়াল বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। পথে একটি নীল রঙ রাখা পাত্র দেখে অবাক হলো সে।

পাত্রের কাছে গিয়ে ভালো করে সেটি দেখতে গিয়ে পাত্রের ভেতর পড়ে গেলো শিয়ালটি। “ওহহো, আমি তো পুরোই নীল হয়ে গেলাম!”, বলে শিয়ালটি কাঁদতে শুরু করলো।

দুঃখী মনে সে বাসায় ফিরে যেতে লাগলো। ফেরার পথে সে যখন বনের ভেতর দিয়ে যাচ্ছিলো তখন বনের প্রাণীরা তাকে দেখে অবাক হলো। ভাবলো, বনে নতুন কোনো প্রাণী এসেছে।

শিয়ালটি তখন একটি দুষ্ট বুদ্ধি আটলো। ভাবলো, “আমি স্বর্গ থেকে এসেছি, এই বন আমার- একথা বলে বনের প্রাণীদের বোকা বানালে কেমন হয়! তাহলে আমি এই বনে রাজত্ব করতে পারবো। যখন যা খেতে মন চাইবে, বনের প্রাণীদের দিয়ে তা নিয়ে আনতে পারবো।”

যেই ভাবা সেই কাজ। বনের প্রাণীরাও শিয়ালের কথামতো চলতে লাগলো। হঠাৎ একটু দূরে একদল শিয়াল একসাথে হুক্কাহুয়া বলে চিৎকার করে উঠলো।

বন্ধুদের হুক্কাহুয়া ডাক শুনে নিজেকে আর আটকে রাখতে পারলো না নীল রঙা শিয়াল। সেও তাদের সাথে সুর মিলিয়ে হুক্কাহুয়া বলে চিৎকার করে উঠলো।

বনের প্রাণীদের আর বুঝতে বাকি রইলো না, এই অদ্ভুত প্রাণীটি আর কেউ নয়, তাদেরই বনের এক শিয়াল।

রাগে ক্ষোভে সবাই একসাথে নীল রঙা শিয়ালটিকে মারতে লাগলো। মারতে মারতে তার গায়ে নীল নীল কালশিটে ফেলে দিলো।

শিক্ষা: নিজেকে নিয়ে মিথ্যা কথা বলতে নেয়