একদিন এক চতুর নেকড়ে একটি নদীর ধারে পানি খাচ্ছিলো। এমন সময় একটি ভেড়ার বাচ্চা সেই নদীতে পানি খেতে আসলো।
ভেড়ার বাচ্চাকে পানি খেতে দেখে নেকড়ে বললো, “তুমি নদীর পানিতে মুখ দিয়ে পানি নোংরা করছো কেনো?”
বাচ্চা ভেড়াটি উত্তর দিলো, “পানি উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। আর তুমি আমার চেয়ে বেশি উচ্চতায় দাঁড়িয়ে পানি খাচ্ছো। সুতরাং, পানি প্রথমে তুমি নোংরা করছো।”
নেকড়ে জিজ্ঞেস করলো, “তুমি তো ঐ ভেড়ার বাচ্চাটা, যে গত বছর আমার বাবাকে বোকা বানিয়েছিলো তাইনা?”
বাচ্চা ভেড়া আবার উত্তর দিলো, “গত বছর আমার জন্মই হয়নি।” ভেড়ার এমন চটপট উত্তরে বেশ বিরক্ত হলো নেকড়ে।
“তুমি অনেক বুদ্ধিমান। তোমাকে বোকা বানিয়ে আমার কাছে আনা যাবেনা। তোমার উপর হামলা করেই তোমাকে খেতে হবে।”
এই বলে নেকড়েটি ভেড়াকে আক্রমণ করার জন্য লাফ দিলো। ভেড়া নিজের জায়গা থেকে সরে গেলো এবং নেকড়ে নদীতে পড়ে গেলো।
শিক্ষা: বুদ্ধি থাকলে শক্তিশালীদের সহজেই প্রতিহত করা যায়