বহুদূরের পথ পেরিয়ে, বন পেরিয়ে
এই শহরে আসবে উড়ে
একটি পাখি ভালো।
তার দুচোখে
মায়াপুরীর ছায়া আছে
দূর পাতালের স্বপন আছে
আছে তারার আলো।
বহুদূরের পথ পেরিয়ে, বন পেরিয়ে
এই শহরে আসবে উড়ে
একটি পাখি ভালো।
তার দুচোখে
মায়াপুরীর ছায়া আছে
দূর পাতালের স্বপন আছে
আছে তারার আলো।