একটি বটগাছ ও আঁখ গাছ 

এক গ্রামে একটি পুরোনো বট গাছ ছিলো। বট গাছের সামনে একটি আঁখের ক্ষেত ছিলো। একদিন বট গাছ বেশ ফুরফুরে মেজাজে ছিলো।

তাই মন খুলে গান গাচ্ছিলো সে। কিন্তু তার গানের সুর সামনের আঁখ গাছগুলোতে গিয়ে বাড়ি খাচ্ছিলো।

বট গাছ বিরক্ত হলো এবং আঁখ গাছদের বললো, “একটু বাতাসের দোলাতেই নুইয়ে পড়া আঁখ গাছ আমার গানে বাঁধা দিচ্ছো!!”

একথা শুনে একটি আঁখ গাছ বললো, “বাতাসের দোলাতে আমরা নুইয়ে পড়ি ঠিকই কিন্তু বাতাস আমাদের ভাঙতে পারেনা। অসহায়ের মতো মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকতে হয়না আমাদের।”

আর কোনো কথা বললো না বটগাছ। কয়েকদিন পর কালবৈশাখী ঝড় শুরু হলো। ঝড়ে আঁখের গাছগুলো নুইয়ে পড়লো এবং বটগাছের কয়েকটি বড় ডাল ভেঙে গেলো।

অসহায় অবস্থায় ডালগুলোকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে বটগাছ বুঝতে পারলো, সেইদিন তার অহংকার করা মোটেও ঠিক হয়নি।

শিক্ষা: অহংকার করলে পতন নিশ্চিত