একটি বাচ্চা শূকর ও ভেড়ার পাল

একবার এক শূকরের বাচ্চা কী করে যেন ভেড়ার পালের মধ্যে ঢুকে গেল। এবং শূকরটি ভেড়ার পালের সঙ্গেই চরে বেড়াত, ঘুরতো, খেতো—আর বড় হতে লাগল।

রাখাল ভেড়ার পালের সঙ্গেই তাকেও একই খোঁয়াড়ে রাখতো। একদিন রাখাল এসে যেই না তাকে ধরেছে, অমনি সে হাত-পা ছুঁড়ে মাথা নেড়ে ছট্‌ফট্ করে কেঁউ কেঁউ করে দারুণ চিৎকার শুরু করে দিল।

তাই না দেখে ভেড়াগুলো বিরক্ত হয়ে তাকে বলল, “তুমি অমন করছো কেন? মনিব তো আমাদের কতোবার ধরেন, কই আমরা তো ছটফট করি না, চিৎকার করে কাঁদি না।”

শূকরের বাচ্চাটি উত্তরে বলল, “তোমাদের ধরা আর আমাকে ধরার মধ্যে ঢের পার্থক্য আছে ভাই! মনিব তোমাদের ধরে গায়ের পশম নেবার জন্যে আর দুধ দুইবার জন্যে! আমায় আজ ধরেছেন, জবাই করে মাংস খাবার জন্যে।”

উপদেশ: প্রাণ বাঁচাতে চেঁচাতেই হয়।