একটি বানর ও একটি কাঁকড়া

একটি বনে এক বানর বাস করত। সেই বনের ধারে একটি সমুদ্র ছিলো, সেই সমুদ্রে থাকত একটি কাঁকড়া।

একদিন বানর কাঁকড়াকে বললো, “চলো, পিকনিক করি?”

কাঁকড়া রাজি হলো। পিকনিকে পুডিং বানানোর জন্য বানর ও কাঁকড়া একসাথে বাজার করে আনলো।

পুডিং বানানো শেষ হতে না হতেই বানর পুডিং-এর বাটিটা নিয়ে দৌড় দিলো। একাই পুরো পুডিং খাবে সে।

কাঁকড়াও বানরের পেছন পেছন ছুটতে লাগল। কিন্তু বানরের দৌড়ের গতির সাথে পেরে উঠলো না।

দৌড়াতে দৌড়াতে বানর একটি ইটে হোঁচট খেয়ে পাশের গোলাপ বাগানে পড়লো। হাতের পুডিং-টা ছিটকে গিয়ে পড়ল আরো দূরে।

গোলাপের কাঁটায় বানরের গা-হাত ছিলে গেলো।

কাঁকড়া ও অন্যান্য প্রাণীরা মজা করে পুডিং-টি খেতে লাগলো। অসহায় বানর গোলাপ বাগান থেকে গোঙাতে গোঙাতে তা দেখতে থাকলো।

শিক্ষা: লোভ করলে সব হারাতে হয়