একদিন সমুদ্র বন্দরের কাছাকাছি এসে একটি জাহাজ নষ্ট হয়ে গেলো। জাহাজের মানুষদের বাঁচানোর জন্য সমুদ্রের ডলফিনরা দ্রুত সেখানে ছুটে আসলো।
জাহাজে আটকা পড়া মানুষদেরকে কাঁধে করে বন্দরে নিয়ে আসতে লাগলো ডলফিনরা। সেই জাহাজে কিছু পোষাপ্রাণীও ছিলো, যার মধ্যে ছিলো একটি বানর।
জাহাজ থেকে দ্রুত নামার তাড়াহুড়োতে পোষা বানরটি সমুদ্রে পড়ে গেলো। সমুদ্রের মাঝে হাতপা নাড়িয়ে বানরটিকে বাঁচার আকুতি করতে দেখে তাকে মানুষ ভাবলো একটি ডলফিন।
তাই তাকে কাঁধে করে বন্দরের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে ডলফিন বানরটিকে বললো, “তুমি কি এই বন্দর থেকে প্রায়ই যাতায়াত করো?”
বানর উত্তর দিলো, “হ্যাঁ, ‘বন্দর’ তো আমার বন্ধু।” বানরের কথা শুনে ডালফিন বেশ অবাক হলো।
বানর আবার বললো, “আমার পরিবার অনেক ধনী এবং তারা আমার বন্ধু ‘বন্দর’-কে খুব ভালোবাসে।” ডলফিন বুঝতে পারলো তার পিঠে মানুষ নয়, বানর।
বানরের একাধারে মিথ্যা কথা বলায় বেশ বিরক্ত হলো ডলফিন। তাই সে বানরকে পানিতে ফেলে দ্রুত জাহাজের কাছে গেলো যেনো সে আরো মানুষকে বাঁচাতে পারে।
শিক্ষা: মিথ্যা কথা কখনো ভালো ফল আনেনা