একদিন টাফি নামের এক বিশ্বস্ত কুকুর তাদের বাসায় একটি চোরকে আসতে দেখলো। ঘেউঘেউ করে মালিককে ডাকতে শুরু করলো সে। টাফির চিৎকার শুনে চোর ভয়ে সেখান থেকে পালিয়ে গেলো।
এই ডাকটি টাফির মালিকের বেশ পরিচিত। মালিক জানে, বাসায় অপরিচিত কেউ অথবা চোর আসলে টাফি এভাবে ঘেউঘেউ করে।
মালিক ছুটে আসলো কিন্তু কাউকে দেখতে পেলো না। অকারণে এমন ডাকাডাকি করার জন্য টাফিকে বকা দিলো সে।
পরেরদিন চোরটি আবার আসলো। এবার চোরকে দেখে টাফি কোনো শব্দ করলো না।
চোর যখন গয়নাগাটি নিয়ে পালাচ্ছিলো তখন চুপ করে তার পিছু নিলো এবং চোরের কাছ থেকে সেগুলো ছিনিয়ে এনে বাসার পেছনে মাটির নিচে লুকিয়ে রাখলো।
সকালের টাফির মালিক ঘুম ভেঙে দেখলো, বাসার সব গয়না চুরি হয়ে গেছে। হাহাকার করতে লাগলো সে।
মালিককে কাঁদতে দেখে টাফি তার জামা ধরে টান দিতে লাগলো। টানতে টানতে মালিককে বাসার পিছে নিয়ে গেলো যেখানে সে গয়নাগুলো লুকিয়ে রেখেছিলো।
গয়না পেয়ে মালিক বেশ খুশি হলো। ভারাক্রান্ত কণ্ঠে টাফির পিঠ নাড়তে নাড়তে বললো, “আমি দুঃখিত, বন্ধু। আমি প্রথমে তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে ক্ষমা করে দাও।”
শিক্ষা: আমাদের সবসময় বিশ্বস্তদের সাথে মেলামেশা করা উচিত