একটি ময়ূর ও একটি সারস পাখি

একদিন এক সারস পাখির সাথে এক ময়ূরের দেখা হলো। তারা উভয়েই খাবারের সন্ধান করছিলো।

সারস পাখিকে দেখে ময়ূর পেখম মেললো এবং বললো, “যে-ই আগে খাবার খুঁজে পাক না কেনো, খাবারটা আগে আমি খাবো।”

অবাক হলো সারস। জানতে চাইলো, “কেনো?”

ময়ূর উত্তর দিলো, “দেখছো, আমি তোমার চেয়ে কত বড়? আমার পেখমগুলো কত সুন্দর ও আকর্ষণীয়। তাই আমিই আগে খাবারটা নিবো।”

পেখম নাচিয়ে ময়ূর আবার সারস পাখিকে বললো, “তুমি তো সাদামাটা একটা পাখি। তুমি সৌন্দর্যের গুরুত্ব কী বুঝবে!” 

ময়ূরের কথা শুনে সারস পাখি বললো, “হ্যাঁ, আমার তোমার মতো বড় ও সুন্দর পেখম নাই। আমার শরীর বেশ হালকা। একারণেই আমি ইচ্ছেমতো উড়তে পারি এবং খাবারের সন্ধান করতে পারি।”

সারসের কথা শুনে ময়ূর বুঝতে পারলো কারো সৌন্দর্যের চেয়ে কর্মক্ষমতা থাকা বেশি জরুরী। লজ্জিত ময়ূর সারস পাখির কাছে ক্ষমা চাইলো।

শিক্ষা: সৌন্দর্যের চেয়ে কর্মক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ