এক পুকুরের পাশে একটি মাছরাঙা বাস করতো। সেই পুকুরে ছোট বড় সব ধরনের মাছ ছিলো কিন্তু মাছরাঙাটি ছোট মাছ খেতো না। সে শুধু বড় মাছই খেতো।
বড় মাছ ধরার জন্য মাছরাঙাটি সর্বদা সজাগ থাকতো। পুকুরের ছোট মাছদের অবাধে ঘুরে বেড়ানো সুযোগ দিতো সে কিন্তু বড় মাছ উপরে আসলেই তাকে খপ করে ধরে গিলে ফেলতো।
সে ভাবতো, পুকুরের পাশে থেকেও ছোট মাছ খাওয়া তার জন্য বেশ অপমানজনক। ভাগ্যক্রমে সে প্রতিদিন একটি হলেও বড় মাছ পেতো।
একদিন খাবারের আশায় মাছরাঙাটি সারাদিন সজাগ হয়ে বসে থাকলো কিন্তু একটিও বড় মাছ পেলো না।
ক্ষুধার জ্বালায় সন্ধ্যার আগ দিয়ে খাবারের খোঁজে পুকুরে নামলো মাছরাঙা। তবুও কোনো বড় মাছ পেলো না সে। তাই সেইদিন ছোট মাছ খেয়েই ক্ষুধা মেটাতে হলো তাকে।
শিক্ষা: সব খাবার খাওয়া উচিত নইলে ক্ষুধার্ত থাকতে হবে