একটি মেয়ে ও মটরশুঁটি গাছের গল্প

একদা এক বালক মটরশুঁটির কয়েকটি বীজ পেলো। বীজগুলো সে বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিলো। এর মধ্যে একটি বীজ গিয়ে পড়লো প্রতিবেশীর বাসায়।

প্রতিবেশীর জানালার পাশে রৌদ্রের তাপ ও বৃষ্টির পানি পেয়ে ধীরে ধীরে গাছে পরিণত হতে লাগলো সেটি। প্রতিবেশীর ছোট্ট একটি মেয়ে ছিলো যে প্রায়ই অসুস্থ থাকতো।

অসুস্থ মেয়েটির জানালার ধারেই বেড়ে উঠছিলো মটরশুঁটি গাছটি। ছোট্ট মটরশুঁটি গাছকে ধীরে ধীরে বড় হতে দেখে অসুস্থ মেয়েটি বেশ খুশি হতো।

সবসময় হাসিখুশি থাকার কারণে আস্তে আস্তে মেয়েটি সুস্থ হতে লাগলো। মেয়েকে সুস্থ হতে দেখে পরিবারের সবাই বেশ খুশি হলো এবং তারা সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।

শিক্ষা: হাসিখুশি থাকলে অসুস্থতা দূরে থাকে