একদা এক মোরগ খাবার খুঁজতে খুঁজতে হীরার একটি টুকরা পেলো। এই প্রথম হীরার টুকরা দেখে মোরগটি বেশ উচ্ছ্বসিত হলো।
চকচকে এই হীরার টুকরাটি দেখে সে এতই আনন্দিত হলো যে, আনন্দে নাচতে লাগলো সে। মোরগ জানতো, হীরা একটি দামী রত্ন। তাই মোরগ হীরাটি হাতে নিলো।
হাতে নিয়ে দেখলো, চকচকে সুন্দর হীরার টুকরাটি বেশ শক্ত। এইটা সে ঠোঁট দিয়ে ভাঙতে পারবে না, আবার খেতেও পারবে।
তাই মোরগ হীরাটি যেখানে পেয়েছিলো সেখানে রেখে দিলো এবং মনে মনে বললো, “হয়ত হীরা একটি দামী রত্ন কিন্তু আমার জন্য একটি শস্য দানা হীরার চেয়েও অনেক দামী।”
শিক্ষা: অকেজো দামী জিনিস একেবারেই মূল্যহীন