একদিন এক শিয়াল নদীর থেকে একটি কচ্ছপ ধরে আনলো খাওয়ার জন্য।
কচ্ছপটি প্রাণ ভিক্ষা চেয়ে শিয়ালকে বললো, “দয়া আমাকে খেও না। তুমি যদি আমাকে যেতে দাও তাহলে আমি তোমার জন্য আরো মজাদার খাবার নিয়ে আসবো।”
শিয়াল যদিও একটি চালাক প্রাণী, কিন্তু সে বেশ লোভীও। তাই মজাদার খাবারের আশায় সে কচ্ছপকে নদীতে ছেড়ে দিলো। ছাড়া পেয়ে কচ্ছপ প্রাণপণে সাঁতরাতে লাগলো।
কচ্ছপকে পালিয়ে যেতে দেখে শিয়াল চিৎকার করতে লাগলো, “তুমি বললে, আমাকে মজাদার খাবার এনে দিবে। এখন তুমি কোথায় পালিয়ে যাচ্ছো?”
কচ্ছপ উত্তর দিলো, “একটু খোঁজাখুঁজি করলে তুমি নিজেই মজাদার খাবার পেয়ে যাবে। আমি এবার চললাম আমার পরিবারের কাছে।”
শিক্ষা: বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়