একটি শিয়াল ও একটি ছাগলের গল্প

একদিন হাঁটতে হাঁটতে এক শিয়ালের খুব তৃষ্ণা পেলো। একটু দূরেই সে একটি কুয়া দেখতে পেলো। পানি খাওয়ার জন্য কুয়ার উপরে ঝুলানো বালতিতে বসলো সে।

শিয়ালের ভারে বালতিটি নিচে নেমে গেলো। প্রাণ ভরে পানি খেলো সে। কিন্তু উপরে আসার সময় ঘটলো বিপত্তি।

উপরে আসার কোনো উপায় খুঁজে পাচ্ছিলো না শিয়াল। এমন সময় এক ছাগল কুয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। ছাগলকে দেখে শিয়াল বললো-

“ছাগল ভাই, তুমি নিশ্চয় তৃষ্ণার্ত?” হ্যাঁ সূচক উত্তর দিলো ছাগল। শিয়াল আবার বললো, “আমি উপরে আসলেই তুমি কুয়ায় নেমে আরাম করে পানি খেতে পারবে।”

“কীভাবে?”, জানতে চাইলো ছাগল।

শিয়াল বললো, “উপরে যে দড়িটা দেখছো, সেইটা ধরে টান দিলেই আমি উপরে উঠে আসবো। তারপর তুমি এই বালতিতে বসে কুয়ায় নামতে পারবে। তোমার পানি খাওয়া শেষ হলে আমি তোমাকে উপরে টেনে তুলবো।”

কুয়ার দড়ি টেনে শিয়ালকে উপরে উঠালো ছাগল। উপরে আসা মাত্রই শিয়াল সেখান থেকে পালিয়ে যেতে লাগলো।

ছাগল বললো, “কোথায় যাচ্ছো, শিয়াল ভাই? তুমি বলেছিলে, আমি পানি খেতে নামলে তুমি আমাকে উপরে উঠাবে।”

“আমি বলেছিলাম কিন্তু কথা তো দেইনি।”, এই বলে শিয়াল দ্রুত সেখান থেকে পালিয়ে গেলো। তৃষ্ণার্ত ছাগল বোকার মতো কুয়ার পাশে দাঁড়িয়ে রইলো।

শিক্ষা: সকলকে অন্ধভাবে বিশ্বাস করতে নেই