একদিন এক সিংহ তার গুহায় ঘুমাচ্ছিলো। হঠাৎ একটি ইঁদুর খেলতে তার নাকের ভেতর ঢুকে গেলো। ঘুম ভেঙ্গে গেলো সিংহের।
জোরে নাক ঝাড়া দিয়ে ইঁদুরটিকে বের করলো সে। থাবা দিয়ে ধরলো ইঁদুরকে। বললো, “বল… তোকে কী শাস্তি দেওয়া যায়?”
ইঁদুর উত্তর দিলো, “আমার ভুল হয়েছে, মহারাজ। দয়া করে আমাকে ছেড়ে দিন। একদিন আমিও আপনার উপকারে আসবো।”
একথা শুনে সিংহ বেশ মজা পেলো। সে হাসতে হাসতে বললো, “ছোট্ট একটি ইঁদুর আমার কী উপকার করবে!! আচ্ছা যা, তোকে ছেড়ে দিলাম।”
কিছুদিন পর খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরছিলো সিংহটি। হঠাৎ এক শিকারির জালে আটকা পড়ে সে।
সাহায্যের জন্য জোরে জোরে গর্জন করতে লাগলো সিংহ। সিংহের গর্জন শুনে ইঁদুর বুঝতে পারলো, সিংহ কোনো বিপদে পড়েছে। তাই সে দ্রুত সিংহের কাছে ছুটে গেলো।
সিংহকে জালে আটকা দেখে ইঁদুর বললো, “সিংহ মহারাজ, আপনি মোটেও চিন্তা করবেন না। আমি দ্রুত আপানকে এখান থেকে উদ্ধার করছি।”
ইঁদুরটি দাঁত দিয়ে কুটকুট করে জালটি কেটে সিংহকে মুক্ত করলো। সিংহ ইঁদুরকে ধন্যবাদ জানালো এবং তারা বেশ ভালো বন্ধু হয়ে গেলো।
শিক্ষা: কাউকে অবজ্ঞা করতে নেই