এক বনে এক সিংহ ছিলো। তার বন্ধু ছিলো গাধা। একদিন সিংহ গাধাকে বললো, “চলো বন্ধু, শিকারে যাই?” গাধা রাজি হলো।
শিকারে যাওয়ার জন্য সিংহ গাধাকে পাতা দিয়ে একটি পোশাক বানিয়ে দিলো যেনো সামনে থেকে যে কেউ গাধাকে দেখে গাছ মনে করে।
গাধার পেছন পেছন হাঁটতে লাগলো সিংহ। হাঁটতে হাঁটতে তারা দেখলো, একদল হরিণ ছানা খেলাধুলা করছে।
হরিণ ছানাদের একসাথে খেলাধুলা করতে দেখে বেশ ভালো লাগলো গাধার। খুশিতে সে “রাসভ!” “রাসভ!!” বলে চিৎকার করে উঠলো।
হঠাৎ করে গাধার এমন চিৎকারে হরিণ ছানারা বেশ ভয় পেলো এবং সেখান থেকে পালিয়ে গেলো। এতে বেশ বিরক্ত হলো সিংহ।
সে রেগে গাধাকে বললো, “বন্ধু, এ তুমি কী করলে! ধুরো, তোমার সাথে আর শিকারেই আসবো না।” গাধার বেশ মন খারাপ হলো।
সে বললো, “তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, বন্ধু! আমি মনের ভুলে চিৎকার করে ফেলেছি। তবে হরিণ ছানাগুলো পালিয়ে যাওয়াতে বেশ ভালোই হয়েছে। নইলে ছোট্ট ছোট্ট ছানাদের তুমি খেয়ে ফেলতে।”
গাধা আরো বললো, “বন্ধু, আমাকে কথা দাও তুমি আর কখনো কোনো প্রাণী শিকার করবে না।” সিংহ হরিণকে কথা দিলো এবং তারা খুশি মনে বাসায় ফিরে গেলো।
শিক্ষা: কোনো প্রাণীকে আঘাত করতে হয়না