একতাই বল

একদিন এক পাখি শিকারির জালে একঝাঁক টিয়া পাখি ধরা পড়লো। জালে আটকা পড়ে বেশ ভয় পেলো তারা।

পাখিগুলো অনেক চেষ্টা করলো নিজেদের মুক্ত করার কিন্তু পারলো না। তাদের মধ্যে একটি পাখি নিজেকে শান্ত করলো এবং তার সঙ্গীদের কাছে গেলো।

পাখিটি বললো, “বন্ধুরা, দুশ্চিন্তা করোনা। তিনজন করে আমরা জালের চারদিকে ধরবো এবং জালটিকে সাথে নিয়ে উড়ে যাবো। এভাবে আমরা এই জাল থেকে মুক্ত হতে পারবো।” 

টিয়া পাখিটির কথামতো তার সঙ্গীরা জাল ধরে একসাথে ডানা ঝাপটে উড়তে শুরু করলো। টিয়া পাখিগুলোর এমন একতা ও বুদ্ধিমত্তা দেখে পাখি শিকারি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো।

শিক্ষা: কাজে একতা থাকলে যেকোনো সমস্যার মোকাবেলা করা সম্ভব