একশ মাথাওয়ালা ড্রাগন

একদিন এক সাহসী যোদ্ধা একটি বনে গেলো। সেখানে সে একটি একশ মাথাওয়ালা ড্রাগন দেখতে পেলো।

সাহসী যোদ্ধা ভাবলো, একশ মাথাওয়ালা ড্রাগনকে মারা খুব কষ্টকর হবে। কিন্তু সাহসী যোদ্ধা জানতো না, একশ মাথাওয়ালা ড্রাগনকে প্রতিহত করাই সবচেয়ে সহজ ছিলো।

কারণ ড্রাগনটি এক ধাপ নড়াচড়া করলেও তার মাথাগুলো গাছে আটকে যেতো তাই সে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতো।

সাহসী যোদ্ধা একশ মাথাওয়ালা ড্রাগনকে পাশ কাটিয়ে চলে গেলো। কিছুদূর যেতেই সাহসী যোদ্ধা একটি এক মাথাওয়ালা ড্রাগনের দেখা পেলো।

যোদ্ধা ভাবলো, একে আমি সহজেই মেরে ফেলবো যেভাবে আগেও এক মাথাওয়ালা ড্রাগনদের মেরেছি।

এক মাথাওয়ালা ড্রাগনটিকে মারতে গিয়ে সাহসী যোদ্ধা খেয়াল করলো, তার মাথা একটি হলেও পা একশটি।

একশটি পা দিয়ে ড্রাগনটি দ্রুত সাহসী যোদ্ধার দিকে এগিয়ে গেলো এবং যোদ্ধাকে গিলে খেয়ে ফেললো।

শিক্ষা: শত্রুকে কখনোই ছোট করে দেখবে না