এক গ্রামে তিন ঠকবাজ বন্ধু বাস করতো। একদিন তাদের ছাগলের মাংস খেতে ইচ্ছে হলো।
তাই তারা কোনো কৃষককে ঠকিয়ে তার ছাগল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলো। এমন সময় ছাগল কাঁধে এক কৃষককে হেঁটে যেতে দেখলো ঠকবাজরা।
প্রথম ঠকবাজ কৃষকটির কাছে গেলো এবং বললো, “জনাব, আপনি কুকুর কাঁধে নিয়ে ঘুরছেন কেনো?”
কৃষক উত্তর দিলো, “এইটি কুকুর না, ভাই। এইটি ছাগল।” এবার দ্বিতীয় ঠকবাজ কৃষকের কাছে গিয়ে বললো, “জনাব, আপনি একটি মৃত বাছুর নিয়ে ঘুরছেন কেনো?”
একথা শুনে কৃষক বেশ রেগে গেলো। বললো, “এইটি মৃত বাছুর নয়। এটি একটি জীবিত ছাগল।”
অবশেষে তৃতীয় ঠকবাজ কৃষককে বললো, “জনাব, আপনি গাধা নিয়ে কেনো ঘুরে বেড়াচ্ছেন?” তৃতীয় ঠকবাজের কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়লো কৃষক।
চিন্তিত কণ্ঠে কৃষক বললো, “এইটি গাধা না, ছাগল।”
তিন ঠকবাজের তিন রকম কথা শুনে কৃষকটি ভাবলো, সে মনে হয় কোনো জাদুকরী প্রাণী সাথে নিয়ে ঘুরছে। ভয়ে ছাগলটিকে ফেলে সে পালিয়ে গেলো।
কৃষককে এমন বোকা বানিয়ে বেশ মজা পেলো তিন ঠকবাজ। হাসতে হাসতে তারা ছাগলটি বাসায় নিয়ে গেলো।
শিক্ষা: অন্যের কথায় পথভ্রষ্ট হওয়া বোকামী