একদিন এক জাদুকর তার মেয়ে লিনার জন্য একটি পাখির ছানা খুঁজছিলো। এক ডাইনি খবরটা জানতে পারলো।
সে নিজেকে ঈগলে পরিণত করলো এবং গাছে ঈগলের একটি বাসা তৈরি করলো। সেই বাসায় একটি পাখির ছানা এনে রাখলো ডাইনি।
পাখির ছানা খুঁজতে খুঁজতে জাদুকর ডাইনির বানানো ঈগলের বাসাটি দেখতে পেলো এবং সেখান থেকে ছোট্ট পাখির ছানাটিকে বাসায় নিয়ে গেলো।
এই সুযোগে ঈগল জাদুকরের পিছু নিয়ে তার বাসা চিনে ফেললো। একদিন যখন জাদুকর বাসায় ছিলো না তখন ডাইনি লিনাকে খেতে আসলো।
বিপদ বুঝতে পেরে পাখির ছানার পিঠে চড়ে দ্রুত বাবার কাছে পালিয়ে গেলো সে। ডাইনি আবারো নিজেকে ঈগলে পরিণত করলো এবং লিনাদের পিছু নিলো।
ঈগল ডাইনিকে ধ্বংস করতে জাদুকর পাখির ছানাকে একটি বড় পুকুরে এবং লিনাকে রাজহাঁসে পরিণত করলো।
লিনাকে খোঁজার জন্য ঈগলটি যখন সেই পুকুরের উপর দিয়ে যাচ্ছিলো তখন রাজহাঁস লিনা ঠোঁট দিয়ে তাকে ধরে পানিতে ডুবিয়ে দিলো।
এভাবে তারা ডাইনির কবল থেকে মুক্তি পেলো।
শিক্ষা: দুষ্টদের থেকে সবসময় দূরে থাকা উচিত