এক তৃষ্ণার্ত কাকের গল্প

কাঠ ফাটা এক গরমের দুপুর একটি কাকের খুব তৃষ্ণা পেলো। তাই সে পানির খোঁজে এদিক ওদিক উড়ে বেড়াতে লাগলো। 

অনেক খোঁজাখুঁজির পর একটি কলসি চোখে পড়লো তার। সে কলসিতে বসে কলসির ভেতরে উঁকি দিয়ে দেখলো কলসিতে পানি আছে কিনা।

কলসিতে পানি ছিলো কিন্তু কাকের ঠোঁট সেই পানি পর্যন্ত পৌছাচ্ছিলো না। কী করা যায় ভাবতে ভাবতে কিছু নুড়ি পাথর চোখে পড়লো কাকের।

একটি একটি করে নুড়ি পাথর এনে কাক সেই কলসির ভেতরে ফেলতে লাগলো। কলসির ভেতরে নুড়ি পাথরের স্তূপ তৈরি হয়ে পানি উপরে উঠে আসলো।

এরপর কাক আরাম করে পানি খেয়ে তার তৃষা মেটালো।

শিক্ষা: বিপদে একটু ভিন্নভাবে ভাবতে হয়