একদিন এক কৃষক তার ক্ষেতে কাজ করতে করতে এক বামনের দেখা পেলো। বামনটি তাকে তার ক্ষেতের একটি গুপ্তধনের সন্ধান দিলো এবং সেটি উদ্ধার করতে বললো।
গুপ্তধন উদ্ধার করে কৃষক বামনকে বললো, “প্রথমত, গুপ্তধনটি আমার ক্ষেতে ছিলো। উপরন্তু, আমি শ্রম দিয়ে সেটি উদ্ধার করলাম। সুতরাং এই গুপ্তধনের মালিক আমি।”
স্বার্থপর বামন বললো, “না… যেহেতু আমি তোমাকে গুপ্তধনের সন্ধান দিয়েছি তাই গুপ্তধনের মালিক আমি।”
ঝগড়ার এক পর্যায়ে বামন বললো, “ঠিক আছে। গুপ্তধনটি আমি তোমাকে দিয়ে দিব যদি তোমার আগামী দুই বছরের ফসলের অর্ধেক ফসল তুমি আমাকে দাও।”
কৃষক বামনের প্রস্তাবে সম্মতি জানালো। বামন আরো বললো, “ওহ… আরেকটা কথা। ফসলের উপরের অংশ আমি নিবো। আর নিচের অংশ তুমি।”
কৃষক বললো, “ঠিক আছে।”
আলু যেহেতু মাটির নিচে হয় এবং আলুর গাছ মাটির উপরে থাকে তাই বুদ্ধিমান কৃষক আগামী দুই বছর তার জমিতে শুধুই আলু ফলালো।
বামন যখন বুঝতে পারলো সে কৃষককে প্রতারিত করতে গিয়ে নিজেই ঠকে গেছে তখন সে কৃষকের জমিতে গুপ্তধনটি রেখে সেখান থেকে পালিয়ে গেলো।
এভাবে বুদ্ধিমান কৃষক তার গুপ্তধন ও ফসল দুই-ই রক্ষা করলো।
শিক্ষা: লোভের ফল কখনোই ভালো হয়না