এক লোভী পথিক ও ক্ষুধার্ত বাঘের গল্প

একদিন এক লোভী পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো। এমন সময় এক ক্ষুধার্ত বাঘ তাকে দেখতে পেলো।

একটি সোনার বালা দেখিয়ে বাঘ পথিককে বললো, “এই সোনার চুড়িটি তোমার হতে পারে যদি তুমি আমাকে তোমার খাবারগুলো খেতে দাও।”

সোনার চুড়ি দেখে পথিক বেশ খুশি হলো এবং ভাবলো, এইটা বিক্রি করে সে আরামে জীবনযাপন করতে পারবো। তাকে আর কোনো কষ্টই করতে হবেনা।

সোনার চুড়ির লোভে পথিক তার সব খাবার বাঘকে দিয়ে দিলো এবং ক্ষুধার্ত পেটে গ্রামে ফিরে আসলো। গ্রামে ফিরে সরাসরি স্বর্ণকারের কাছে গেলো লোভী পথিক।

স্বর্ণকার চুড়িটি দেখে বললো, “এই চুড়ি তুমি কোথায় পেলে!? এইটা তো নকল চুড়ি।” পথিক বুঝতে পারলো লোভে পড়ে তার সব খাবার বাঘকে দিয়ে দেওয়া মোটেই উচিত হয়নি।

শিক্ষা: লোভ করলে ক্ষতি হয়