একদিন এক তিতির অর্থাৎ বন মোরগ খাবার খুঁজছিলো। খাবার খুঁজতে খুঁজতে সে এক ঝাঁক ছোট পাখি দেখতে পেলো।
পাখিগুলো একসাথে ধান খাচ্ছিলো। তিতিরের এতই ক্ষুধা লেগেছিলো যে, পাখিগুলো যে একটি জালে বন্দী তা সে খেয়ালই করলো না।
পটাপট কয়েকটা পাখি খেয়ে ফেললো তিতির। যেই শিকারি জালটি বিছিয়ে ছিলো সেই তিতিরকে দেখে ফেললো।
তিতিরকে ধরার চেষ্টা করলো শিকারি। দৌড়ে পালাতে গিয়ে তিতির শিকারির জালে আটকা পড়লো।
তিতির শিকারিকে অনেক অনুরোধ করলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু শিকারি তাকে ছাড়তে রাজি হলো না।
কোনো উপায় না পেয়ে তিতির বললো, “আমাকে তুমি যেতে দিলে আমি আমার বন্ধুদের তোমার কাছে নিয়ে আসবো।”
একথা শুনে শিকারি বললো, “যে বন্ধুদের সাথে প্রতারণা করে তাকে মোটেও বিশ্বাস করা উচিত না। তুমি আমার সাথেই যাবে।”
শিক্ষা: বন্ধুর সাথে প্রতারণা করা উচিত নয়