এমন যদি হত

এমন যদি হত—
ইচ্ছে হলেই আমি হতাম
প্রজাপতির মত।
নানান রঙের ফুলের পরে
বসে যেতাম চুপটি করে,
খেয়াল মত নানান ফুলের
সুবাস নিতাম কত।