একদা এক কুকুর ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে পড়লো। সে একটি ফাঁকা খামার দেখতে পেলো।
কুকুরটি সেখানেই ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিলো। খড়ের গাদার উপর শুয়ে পড়লো সে। কিছুক্ষণ পর সেই খামারের গরু-ছাগলরা ফিরে আসলো।
কুকুরকে দেখে তারা খুব অবাক হলো। অনেক ডাকাডাকির পরেও কুকুরটি ঘুম থেকে উঠলো না।
তাই কুকুরটি ঘুমিয়ে থাকা অবস্থাতেই গরু-ছাগলরা খড় খেতে শুরু করলো। খড় খাওয়ার শব্দে কুকুরের ঘুম ভাঙলো।
কুকুরটি তাদের উপর বিরক্ত হলো এবং খারাপ ব্যবহার করলো। খামারের গরু-ছাগলরা রেগে গিয়ে কুকুরকে তাড়া করলো।
পড়িমরি করে কুকুর খামার থেকে দৌড়ে পালিয়ে গেলো।
শিক্ষা: যে অন্যের সাথে খারাপ ব্যবহার করে তাকে কেউ পছন্দ করেনা